মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

খেলা

‘আইপিএলে মোস্তাফিজুরের শেখার কিছুই নেই’

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ১৭, ২০২৪, ১৮:১৪:৩৮

293
  • জালাল ইউনুস ও মোস্তাফিজুর রহমান। ছবি-ইন্টারনেট

আইপিএলের চলমান আসরটা দারুণ কাটছে বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ইতোমধ্যে ৫ ম্যাচে ১৮.৩০ গড়ে ১০ উইকেট নিয়ে উইকেট শিকারে বুমরাহ'র সঙ্গে যৌথভাবে দ্বিতীয় শীর্ষে আছেন এই পেসার।

২ কোটি রুপীতে বিক্রি হওয়া মোস্তাফিজের ধারাবাহিকতায় মুগ্ধ চেন্নাই সুপার কিংস বিসিবির কাছে আবেদন করে তার অনাপত্তিপত্র ১ দিন বাড়িয়েছে।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে চেন্নাই সুপার কিংসের আবেদনে অনাপত্তিপত্রর মেয়াদ ১ দিন বেড়ে যাওয়ায় আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। এই সময় পর্যন্ত আইপিএলে ৪টি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। 

আগামী ৩ মে থেকে হোমে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগের দিন মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দিবেন। তবে এসেই কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার নিশ্চয়তা পাচ্ছেন না মোস্তাফিজ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে সে কথাই বলেছেন-‘মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানেই যে জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলাব তা কিন্তু নয়।  দলের সঙ্গে থাকলে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ একটা বড় ইভেন্ট । তাকে পুরোপুরি ফিট থাকতে হবে। আমাদের দরকার ফ্রেশ মোস্তাফিজ। ক্লান্ত মোস্তাফিজকে চাই না।’  

২০২১ সালে আইপিএল খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সুখকর হয়নি সাকিব-মোস্তাফিজের। আইপিএল মিশন শেষ করে দুবাই হয়ে সড়কপথে গাড়ী ড্রাইভ করে ওমানে বোংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব। ম্যাচের আগের দিন ওমানে পৌছেছেন মোস্তাফিজ। এই দুই ক্রিকেটারের ক্লান্তি ধরা পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই অতীত থেকে শিক্ষা নিয়ে কঠোর হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস-‘জাতীয় দলের স্বার্থ আগে।  ২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপে জয়েন করেছিল। তাই তারা ক্লান্ত ছিল।  আমরা ওরকম কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না।’ 

আইপিএলে মোস্তাফিজুরের শেখার কিছুই নেই, বরং মোস্তাফিজ খেলায় বেনিফিট হচ্ছে আইপিএলের। এমনটাই মনে করছেন জালাল ইউনুস-‘মোস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিয়েছি। ২ তারিখে সে চলে আসবে। ৩ তারিখে সে অ্যাভেইলেভল। আইপিএলে খেলা শেষে রাতের বেলা ১টায় বিমানবন্দরে গিয়ে ঘুমিয়ে তাদের ট্রাভেল করতে হয়। আমাদের দুর্ভাবনা মোস্তাফিজের হেলথ এবং ফিটনেস নিয়ে।  তার ফিটনেসের দিকে কিন্তু ওদের (ফ্র্যাঞ্চাইজির) কোনো মাথাব্যথা নেই। তারা চাইবে ওর থেকে ১০০ ভাগ নেওয়ার জন্য।  আইপিএলে তার শেখার কিছু নেই। সাত-আট বছর ধরে আইপিএল খেলছে। এখন খেললে বেনিফিটেট তারা হবে আমরা হবো না।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন